Posts

Showing posts from March, 2025

৩ নং ডুমুরিয়া, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

Image
  প্রবাসীর স্ত্রীর ওপর ধর্ষণচেষ্টা, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের পরিকোট গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সুমন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তিনি ওয়াশরুমে যাওয়ার সময় সুমন পেছন থেকে এসে মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে, এবং অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নারী ও তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দাবি করেন। তবে দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী আজ ১৪ মার্চ, শুক্রবার জুমার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, "নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।" তারা দ্রুত সুমনের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এদিকে, ঘটনাটি জানার পর সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান ...

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাফিয়া সোবহান হসপিটাল। নোয়াখালী, সেনবাগ, ছাতারপাইয়া ইউনিয়ন।

Image
  মূল ঘটনাঃ - গতকাল রাতে রোগীটিকে ভর্তি করানো হয় সাফিয়া সোবহান হাসপাতালে। হাসপাতালের একজন গাইনী ডাক্তার এনে সিজার করানো হয়। প্রথমে বলে B+ তখন একজন গিয়ে ১ বেগ দেয়,  এরপর ডাক্তার বলে ২বেগ AB+ রক্ত লাগবে। আমরা সেচ্চাসেবীরা রক্ত মেনেজ করে দি। কিন্তু রক্ত মেনেজ করার পরেও আমরা যখন দেখি যে রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হচ্ছে না, তখন কিছুটা সন্দেহ থাকলেও, ক্লান্ত থাকায় বিস্তারিত জিজ্ঞেস করি নাই। ভোর রাতে হাসপাতাল থেকে বলা হয় যে, অন্য যায়গায় নিয়া যাওয়ার জন্য, পরে পথিমধ্যে রোগী মারা যায়। ভুল সিকিৎসা হিসবে যতটুকু জানা গেলোঃ- সার্জেন জরায়ু কেটে ফেলে, এবং সেলাই করে, কিন্তু সেলাই করেও কাজ হয় নি। রক্তখরণ হচ্ছিলো। ব্লাড দেওয়ার পরেও বার বার ব্লাড শূন্য বলায় ভুল সিকিৎসার বিষয়টি স্পষ্ট হয়। ঘটনা আরো সত্যতা নিশ্চিত হই যখন শুনি যে, হাসপাতাল কর্তৃপক্ষ ৩লক্ষ টাকা জরিমানা দেয়। আজ জুমার নামাজ এর পর এলাকা বাসি হাসপাতাল এর সামনে বিক্ষব মিছিল করছে,  তখন পুলিশ এসে পরিবেশ ঠিক করে। আপনারা বলেন এই ভাবে চললে কি হবে!