ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাফিয়া সোবহান হসপিটাল। নোয়াখালী, সেনবাগ, ছাতারপাইয়া ইউনিয়ন।
মূল ঘটনাঃ-
গতকাল রাতে রোগীটিকে ভর্তি করানো হয় সাফিয়া সোবহান হাসপাতালে। হাসপাতালের একজন গাইনী ডাক্তার এনে সিজার করানো হয়। প্রথমে বলে B+ তখন একজন গিয়ে ১ বেগ দেয়, এরপর ডাক্তার বলে ২বেগ AB+ রক্ত লাগবে। আমরা সেচ্চাসেবীরা রক্ত মেনেজ করে দি। কিন্তু রক্ত মেনেজ করার পরেও আমরা যখন দেখি যে রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হচ্ছে না, তখন কিছুটা সন্দেহ থাকলেও, ক্লান্ত থাকায় বিস্তারিত জিজ্ঞেস করি নাই। ভোর রাতে হাসপাতাল থেকে বলা হয় যে, অন্য যায়গায় নিয়া যাওয়ার জন্য, পরে পথিমধ্যে রোগী মারা যায়।
ভুল সিকিৎসা হিসবে যতটুকু জানা গেলোঃ- সার্জেন জরায়ু কেটে ফেলে, এবং সেলাই করে, কিন্তু সেলাই করেও কাজ হয় নি। রক্তখরণ হচ্ছিলো। ব্লাড দেওয়ার পরেও বার বার ব্লাড শূন্য বলায় ভুল সিকিৎসার বিষয়টি স্পষ্ট হয়।
ঘটনা আরো সত্যতা নিশ্চিত হই যখন শুনি যে, হাসপাতাল কর্তৃপক্ষ ৩লক্ষ টাকা জরিমানা দেয়।
আজ জুমার নামাজ এর পর এলাকা বাসি হাসপাতাল এর সামনে বিক্ষব মিছিল করছে, তখন পুলিশ এসে পরিবেশ ঠিক করে। আপনারা বলেন এই ভাবে চললে কি হবে!
Comments
Post a Comment